চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় মো. দিদারুল ইসলাম দিদার (৩৮) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদার পটিয়া থানার আশিয়া মল্লাপাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার দিদার ২৭ এপ্রিল পটিয়া থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা রয়েছে। আইনানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়।