পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ তিন কমিশনারকে বোর্ড রুমে আটকে রেখে লাঞ্ছিত করার অভিযোগে ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানান, সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), আল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪২) ও তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন (৩২) এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী (৩১) ও ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)। জানা গেছে, কমিশনের ফটকে জোর করে তালা দিয়ে সিসি ক্যামেরা ও ওয়াইফাই, কমিশনের লিফট বন্ধ করে দেওয়া; বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করার অভিযোগে সাময়িক এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ মার্চ সকালে বিএসইসির এসব কর্মকর্তা উল্লিখিত অরাজকতা করায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা ২১ জনের মধ্যে ১৬ জনের বিরুদ্ধ ৬ মার্চ রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান শেরেবাংলানগর থানায় একটি মামলা করেন। মামলার ১৬ আসামির মধ্যে একজন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরেকজন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম স্বেচ্ছায় অবসরে চলে গেছেন। আর বাকি ১৪ আসামিকে সাময়িক বরখাস্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।