বগুড়ার ধুনট উপজেলায় খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির দলছুট একটি মুখপোড়া হনুমান। খাদ্যসংকটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। গতকাল সকাল থেকে উপজেলার যমুনা নদীর বাঁধের ওপর ভান্ডারবাড়ী, পুকুরিয়া, ভূতবাড়ীসহ প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমানটি। মুখপোড়া হনুমান দেখতে উৎসুক মানুষের ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে হনুমানের দৌড়াদৌড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনো আম গাছের ডাল ধরে লাফিয়ে ওঠে টিনের চালে। কখনো টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে। অনেকে হনুমানটিকে কলা, বিস্কুট, বাদাম, কেকসহ বিভিন্ন খাবার দিচ্ছেন।
বগুড়া স্বেচ্ছাসেবী সংগঠন তীরের সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোস্তারি তাবাসসুম শিথিলা জানান, বনে খাদ্যের অভাবে হনুমানটি দলছুট হয়ে চলে এসেছে। এরা দেশজুড়ে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।