রাজশাহী থেকে নিখোঁজ হয়েছেন এক মাদরাসাছাত্র। গত ১৯ এপ্রিল বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ যুবক মিজানুর রহমানের (২২) বাবা জাকির হোসেন। জাকির হোসেন জানান, তাদের বাড়ি ময়মনসিংহে। সেখানে তার মুদি দোকান আছে। ২০২৩ সাল থেকে তার ছেলে মিজানুর রাজশাহীর মালোপাড়া এলাকার দারুল উলুম মাদরাসায় পড়াশোনা করে। ১৯ এপ্রিল হড়গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মাদরাসার জন্য বের হয়। এর পর আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
মাদরাসা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, মিজানুর সেখানে যায়নি।