ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে অগ্নিকান্ডের যে ঘটনা ঘটেছে, সেই কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন সেখানকার নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল তিনি বলেন, টেকনিক্যাল কারণে আগুনে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার পুড়ে যায়। তবে এতে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। গতকাল সকালে উপকেন্দ্রের চারটি বড় ট্রান্সফরমারের মধ্যে একটিতে আগুন লেগে গেলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটির পাশের ট্রান্সফরমার বন্ধ করে বাকি দুটি ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রাখা হয়। এর আগে গতকাল সকাল সোয়া ৭টার দিকে ওই উপকেন্দ্রে আগুনের খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের ৯টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
নির্বাহী প্রকৌশলী মাধব আরও বলেন, ‘সেখানে নাশকতার কোনো ঘটনা ঘটেনি। এটা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। কীভাবে আগুন লাগল, সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে। সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।’