খুলনার তেরখাদায় ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে আবারও ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তেরখাদা থানায় মামলা হয়েছে। তিনি উপজেলার হাড়িখালী গ্রামের নজরুল শেখের ছেলে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা চলমান রয়েছে।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে এক বছর আগে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে বাদিনীকে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ ২৯ জানুয়ারি রাতে জোরপূর্বক আবারও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আসামিকে গ্রেপ্তার করে।