চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) প্রতিনিধি পরিচয়ে প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবেদিন আল মামুনকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ এবং বাকি ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক নিয়ে তাকে নগরের এ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকায় রেখে পালিয়ে যায়। পরে তার গাড়িচালকসহ তাকে উদ্ধার করে অভিযান চালায় আকবর শাহ থানার পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর কাট্টলীর জয়নাল আবেদিনের ছেলে নাজমুল আবেদিন, সিটি গেট এলাকার মাইনুল আমিন পারভেজের ছেলে নইমুল আমিন ইমন (২২), সিডিএ ১ নম্বর এলাকার বাসিন্দা আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।