আশুলিয়ার কাঠগড়া চালাবাজার এলাকায় একটি শ্রমিক কলোনির ভিতরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্তা মো. জাহাঙ্গীর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তার স্ত্রী ও পাঁচ বছরের শিশুকন্যা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. জাহাঙ্গীরের শ্বাসনালিসহ শরীরের ৯১ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। এরপর মধ্যরাতে তিনি মারা যান। এ ছাড়া তার স্ত্রী বিউটি আক্তারের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ ও তার সন্তানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ। তাঁদের শ্বাসনালিও পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
নিহত জাহাঙ্গীর জিরাবোতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অপারেটর ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় জুতা ও ব্যাগ তৈরি কারখানায় চাকরি করেন। তাঁদের একমাত্র মেয়ে তাহা একটি মাদরাসায় পড়ে।