স্বর্ণের বাজারের ঊর্ধ্বগতি এবং স্বর্ণকে অমূল্য সম্পদ হিসেবে গণ্য করার কারণে সারাদেশে জুয়েলারি শোরুম ও কারখানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে জুয়েলারি শোরুম ও কারখানার নিরাপত্তা বাড়ানো, নাইটগার্ড ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু।
সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এ.সি সুকুমার মহন্ত, এ.সি নাজির, কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান, নবাবগঞ্জ ফাড়ির এসআই আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু নুর আহসান হামিদ, উপদেষ্টা মানিক, সিনিয়র সহ সভাপতি আলহাজ আবু জাফর লিটন প্রমুখ।
সভায় জুয়েলারি দোকান মালিকরা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। সভার শেষে চোর-পুলিশের ঘটনার প্রতিক্রিয়া এবং জুয়েলারি দোকানগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য জুয়েলারি মালিক কাফিকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল