জয়পুরহাটের কালাইয়ে চাতালের হাউজে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার একটি চালকলে এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে। কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই চালকলে বাবার সাথে ধান শুকানোর কাজ করতো শিশুটি। দুপুরে খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপড়ে উঠে। একপর্যায়ে সবার অজান্তেই পানির হাউজে পড় যায় শিশুটি।
পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল