ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার দুপুরে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তব্য রাখেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু আহমেদ, আঞ্জু মনোয়ারা খাতুন, রিট পলিটেকনিকের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ, ইমেজ পলিটেকনিকের মিথিলা জাহান, নাহিদ হাসান ও ওসমান আলী প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যৎ নিয়ে ষড়যন্ত্র করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের দিনের আলোতে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীসহ প্রকৌশলীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ সময় শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবি জানান। সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে দুর্ভোগ তৈরি হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে।
বিডি প্রতিদিন/এমআই