দ্রুততম সময়ে রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদ-কাকসু নির্বাচনের দাবি তুলেছেন ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকালে সংগঠনের সদস্যরা কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে কাকসু নির্বাচনের লক্ষ্যে তিন দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এসময় দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা এবং নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সদস্য মেহেদী হাসান, রিফাত হাসান, মাহমুদুল হক, মাইদুল ইসলাম উৎসব, সাদেকুজ্জামান সবুজ, খালিদ হাসান, রাশেদুল ইসলাম রিয়াদ প্রমুখ।
কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান জানান, কারমাইকেল কলেজ একটি শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাদীর্ঘদিন ধরে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের একটি বৈধ প্ল্যাটফর্ম হিসেবে ছাত্র সংসদ নির্বাচনেরঅপেক্ষায় আছে। এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলবে। ছাত্র সংসদ সক্রিয় থাকলে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চা, ক্রীড়া কার্যক্রমসহ ক্যাম্পাসকে প্রাণবন্ত ও গতিশীল রাখা সম্ভব হবে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, যার ফলে শিক্ষার্থীদের অধিকার চর্চা, সৃজনশীলতা প্রকাশ এবং গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন