মহান শিক্ষাদিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলি রানী বর্মন, জয়নুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধঞ্জয়, সদস্য সচিব মোখলেছুর, কল্লোল, বাধন ও কবির প্রমুখ।
বক্তারা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস দখলের বিপরীতে আদর্শবাদী লড়াকু ছাত্র রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। সেইসাথে ছাত্র সংসদ নির্বাচন, অনার্স ২ বর্ষের ফরম বর্ধিত ব্যয়বৃদ্ধি বাতিল করা, উচ্চ শিক্ষা সংকোচনের চক্রান্ত বন্ধ, শিক্ষা উপকরণের দাম কমানো এবং গরিব-অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ করা, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নির্মাণ, গাইবান্ধা সরকারি কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসঙ্গে শিক্ষার বেসরকারিকরণ এবং বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর স্বৈরাচারি আইয়ুব সরকারের গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রাণ দিয়েছিলেন মোস্তাক, বাবুল, ওয়াজিউল্লাহ্সহ আরও অনেকে। সেই থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়।
বিডি প্রতিদিন/এমআই