ডিপ্লোমা প্রকৌশলীদের ছয় দফা মেনে নেওয়ার দাবিতে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল সহকারে শহরের হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। এ সময় মণিহার-পালবাড়ি সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
কর্মসূচি চলাকালে কারিগরী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন, ‘পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের ছয় দফা বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। সরকার তাদের এসব যৌক্তিক দাবি মেনে না নিলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে বড় ধরণের সমস্যার সৃষ্টি হবে। এর দায় তখন সরকারকেই নিতে হবে।’
সংগঠনের যশোর শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রোমেল বলেন, ‘ছয় দফা নিয়ে আমরা রাজপথেই ছিলাম। এরপর বিএসসি শিক্ষার্থীরা তিন দফা নিয়ে মাঠে নেমেছে’।
তিনি বলেন, ‘আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত। জীবন দেব, তারপরও আমাদের দাবি বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরবো।’
বিডি প্রতিদিন/জামশেদ