ফেনীর ফুলগাজী উপজেলায় ভারতীয় মাদক'সহ একটি সিএনজি জব্দ করেছে থানা পুলিশ। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দুপুরে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম ও এসআই মো. হোসেনের নেতৃত্বে আমজাদহাট ইউনিয়নের শনিরহাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ মো. রিপন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। সে মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সামনে দুর্গাপূজা উপলক্ষে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে ফুলগাজী থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।”
ঘটনার বিষয়ে ফুলগাজী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম