রাঙামাটিতে ৪১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কাওসার মেহেদী, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, সনাতনীদের প্রধান সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের চার স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য রাঙামাটির জেলা সদরসহ উপজেলার পূজা মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া পাহাড়ি-বাঙালিসহ সকল জাতিগোষ্ঠীকে এ দুর্গাপূজা উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল