ভাষানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এটি সম্পন্ন হয়। এদিন সভাপতি এম. আব্দুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভায় কার্যবিবরণী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ সমাজের প্রায় ৫০০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভাষানচর কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সভায় আগামী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এম আবদুর রশীদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহ সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা উপস্থাপন, সমিতির উত্তরোত্তর অগ্রগতি ও দেশ-সমাজের মঙ্গল কামনা করা হয় । সভাপতি উপস্থিত সদস্যদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সাভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শআ/বিল্লাল