কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই কাজ শেষে বিকেলে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান এবং গুরুতর আহত অবস্থায় তাজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক