পুরান ঢাকার সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
আজ রবিবার সকাল ৬টায় ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র : ডিএমপি নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ