বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে এক ছাত্র হত্যার মামলায় ময়মনসিংহ-১১ আসনের (ভালুকা) সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিএমএম যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার দিবাগত রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছর ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে মোহাম্মদ আরিফ চোখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ ওই এলাকার লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় তার বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নামে মামলা করেন। মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি ধনু।
বিডি প্রতিদিন/এমআই