ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল-২০০০ ব্যাচের সিলভার জুবলি (রজতজয়ন্তী) আয়োজনে সময়সূচি ও কমিটি গঠন করা হয়েছে। এতে তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সভাপতি ও মো. হাবিব উল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।
আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর দুইদিন ব্যাপী ময়মনসিংহ জিলা স্কুল-২০০০ ব্যাচের সিলভার (জুবলি রজতজয়ন্তী) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
গত শনিবার (১০ মে) ময়মনসিংহ জিলা স্কুলের প্রধানশিক্ষকের কার্যালয়ে কমিটি গঠন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জিলা স্কুল-২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন।
কমিটিতে জিলা স্কুলের বর্তমান প্রধানশিক্ষক মো. আব্দুস সালামকে প্রধান উপদেষ্টা, মাহমুদুল্লাহ রিয়াদকে সভাপতি ও মো. হাবিব উল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক প্রস্তাব করে সংশ্লিষ্ট কমিটি গুলো ঘোষণা করা হয়।
জানা গেছে, আগামী ১ জুন জিলা স্কুল অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে সিলভার জুবলি আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হবে। একই সাথে অনলাইন ও অফলাইনে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত