রায়হান হোসেন। বয়স ৯ বছর। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার শ্রীপুরে। ২ বছর ৬ মাস আগে গ্রাম থেকে নিখোঁজ হয় রায়হান। এরপর তার পরিবার হন্য হয়ে তাকে খুঁজে বেড়িয়েছে। কিন্তু কোথাও পায়নি।
অবশেষে বুধবার (১৬ এপ্রিল) সকালে রায়হানের সন্ধান দেয় বিমানবন্দর রেলওয়ে পুলিশ। খবর দেওয়া হয় গ্রামে থাকা রায়হানের মা ববিতা বেগমকে। তিনি ঢাকায় এসে ছেলেকে ফিরে পেয়ে যেন আত্মহারা হয়ে যান।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, বিমানবন্দর রেলওয়ে পুলিশের এসআই মোহাম্মদ আলী একটি ছেলেকে ঘোরাফেরা করতে দেখে। তার সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সে সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছিল না। পরে তার কাছ থেকে ধীরে ধীরে সব তথ্য বের করা হয়। রায়হানের কাছ থেকে মায়ের নাম, গ্রামের বাড়ি ও ভ্রাম্যমাণ জীবনের গল্প জানতে পারি।
পুলিশ ও পরিবার বলছে, রায়হানের বাবা নেই। তিন ভাই ও এক বোনের মধ্যে রায়হান দ্বিতীয়। তার বড় ভাইও নিখোঁজ। রায়হান নিখোঁজের পর থেকে বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়িয়েছে। রাত কাটিয়েছে। যে যা দিয়েছে তা খেয়ে জীবনযাপন করেছে। সর্বশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসেছিল রায়হান। পুলিশ রায়হানের খোঁজ ও ফিরিয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ববিতা বেগম। তিনি পুলিশকে ধন্যবাদ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিডি প্রতিদিন/এমআই