মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ৮৮৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে। তখন পুলিশ তার শরীরে তল্লাশী চালিয়ে মাজা/কোমরে লুকিয়ে রাখা ৮৮৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না। গত একমাসে ১২/১৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশে কঠোর অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সকলের সহায়তা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম