তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গাইবান্ধায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও নির্বাচনি প্রচারণা করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল দুপুরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল আউয়াল আরজু। উঠান বৈঠকে জেলা, উপজেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।