বর্তমান যুগে প্রযুক্তিতে যে দেশ যত দক্ষ সে দেশ তত উন্নত। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আধুনিক প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়
নর্দান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে দক্ষিণখানের আশকোনায় স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। সময়োপযোগী প্রযুক্তি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট ১২০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। চলমান তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চলবে আগামী ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
এনআইইটি-তে রয়েছে আধুনিক ইলেকট্রিক্যাল ল্যাব, কম্পিউটার ল্যাব, ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব এবং সজ্জিত ওয়ার্কশপ। বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং সিভিল টেকনোলজি বিভাগ চালু আছে। আগামী সেশন থেকে মেকানিক্যাল, আর্কিটেকচার ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখা চালুর পরিকল্পনা রয়েছে।
কম্পিউটার টেকনোলজির শিক্ষার্থী সাদিয়া রহমান বর্ষা বলেন, এখানে শুধু বইয়ের পড়া নয়, ইন্ডাস্ট্রি ভিজিট ও কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছি যা চাকরির বাজারে বিশেষ সুবিধা দেবে।

ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক মো. রামীম মিয়া বলেন,আমরা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করি। নিয়মিত ক্লাস টেস্ট, কুইজ, মডেল টেস্ট ও কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ইন্ডাস্ট্রি ভিজিট তাদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা সরকারি উপবৃত্তি পাচ্ছেন, টিউশন ফিতে ছাড় পাচ্ছেন এবং নিয়মিত একাডেমিক কার্যক্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করছে। মানসম্মত শিক্ষা, ইন্ডাস্ট্রি ভিজিট ও কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি। আমাদের লক্ষ্য দেশ-বিদেশে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ সরবরাহ করা।