মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে শহরের ভায়না মোড়ে সোনার বাংলা হোটেলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শহরের ভায়না মোড়ে সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম, স্যাতসেঁতে ও নোংরা রান্না ঘর, কর্মচারীরা কোন স্বাস্থ্যবিধি মানে না, নোংরা মেঝেতে যত্রতত্র খাবার খুলে রাখা হয়েছে। মাছ-মাংসের রক্ত চর্বিযুক্ত নোংরা ফ্রিজে গতদিনের বাসী গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করা হয়েছে। খোলা রাখা মিষ্টির গামলায় পড়ে আছে মাছি তেলাপোকার বাচ্চাসহ নানা পোকা। এছাড়া মূল্যতালিকা আপডেট করা হয় না ২০ দিন যাবত।
পুর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস কর্তৃক তাদের নিয়ে মিটিং করলেও হোটেলের রান্নার পরিবেশ ও স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও সংরক্ষণের বিষয়ে তাদের মধ্যে কোন উন্নতিই পরিলক্ষিত হয়নি। অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি, সংরক্ষণ ও গতদিনের বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করে পুনরায় বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম