সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে এবার লাগাতার অবস্থান কর্মসূচিতে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার রাত ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই দফা দাবিতে তাকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি।
অবস্থান কর্মসূচির বিষয়ে আশিকুর রহমান বলেন, সম্পূরক বৃত্তির বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না। তারা শিক্ষার্থীদের কোনো ওয়াদা দিচ্ছে না কবে থেকে বৃত্তি পাবে। কোন কোন শিক্ষার্থীকে দেবে এবং কোন প্রক্রিয়ায় পাবে, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি। তারা আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখেছে।
তিনি আরও বলেন, এত আন্দোলন সংগ্রামের পরও আমরা আলোর মুখ দেখছি না। যার কারণে আমি আজকে এখনো পর্যন্ত এখানে একা বসতে হচ্ছে। সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করলে আজ আমি বসেছি, কাল আরও অনেকে বসবে এবং আগামীতে কঠোর আন্দোলন গড়ে উঠবে।
অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়ে জবি ইসলামিক ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক বলেন, দেশে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ। এখানকার শিক্ষার্থীদের অধিকাংশই আশেপাশে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। ৯০–৯৫% শিক্ষার্থী নিয়মিত সকালের খাবার খেতে পারেন না। পুরান ঢাকায় বসবাসের জন্য মাসে গড়ে আট থেকে ১০ হাজার টাকা প্রয়োজন, যা জোগাড় করতে গিয়ে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আকাশ বলেন, যাদের সে সামর্থ্য নেই তাদের প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে ক্যাম্পাসে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সুবিধা তারা পায় না। এ করুণ বাস্তবতা বিবেচনা করে আমরা আন্দোলন করেছি। লংমার্চ টু যমুনায় দীর্ঘ তিন-চার দিন অবস্থান নিয়েছি। তখন প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদেরকে সম্পূরক বৃত্তি দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল