অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কর্মসূচি পরিবর্তন করে তারা মশাল মিছিল করেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিল নিয়ে বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে ৩ নম্বর গেটে এসে শেষ হয়।
তিন দফা দাবিতে এর আগে রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে সোমবার বিকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু সারাদেশে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে তাদের প্রতি সংহতি জানিয়ে রোডব্লক করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছি। রোডব্লক কর্মসূচি থেকে সরে এসে মশাল মিছিল করেছি। আগামী দিনের কর্মসূচি সভা করে চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা নিয়ে আমরা পড়াশোনা শেষ করবো। কিন্তু আমাদের ২৫টি বিভাগের জন্য একটি করে ক্লাসরুম। অডিটোরিয়াম নেই, হল নেই, শিক্ষাব্যবস্থা নেই, পরিবহন সংকট। দেয়ালে পিঠ না ঠেকলে আমরা রাস্তায় নামতাম না।
বিডিপ্রতিদিন/কবিরুল