বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার আনন্দ র্যালিটি কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালির আগে নানুয়ার দিঘির পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক সাক্কু বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর্যন্ত আমি কুমিল্লা সদরের প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেব। এখন আমার কাজ এটাই। আমি জনগণকে অনুরোধ করব সবাই যেন ভোটকেন্দ্রে আসে। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। আমার কাজ আমার এলাকার জনগণকে নির্বাচনমুখী করা।
বিডিপ্রতিদিন/কবিরুল