জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমির হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ধোধন করেন।
কোটালীপাড়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু, শিল্পকলার শিক্ষক খগেন্দ্রনাথ বাড়ৈ, সজল বালা বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা যদি গুণীদের কদর না করি তা হলে এ ভূখণ্ডে গুণী জন্মাবে না। তাই আমরা ছোট পরিসরে হলেও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান বড় পরিসরে করার চিন্তা আমাদের রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন