রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়।
এ ব্যাপারে কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আছে। ইতোমধ্যে অনেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তিন দিন এ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে নির্বাচনের পাশাপাশি সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
কমিশন সূত্রে জানা গেছে, রাকসু কেন্দ্রীয় সংসদ ও সিনেট নির্বাচনের মনোনয়ন ফরম কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন ফরম সংশ্লিষ্ট আবাসিক হল বিতরণ করছে। সিনেট ও কেন্দ্রীয় সংসদে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকায় মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সংসদে সকাল থেকে দু’জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছে। রাকসুর কেন্দ্র সংসদে নারী বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিশা ও সহসাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব খান মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এদিকে, পোষ্য কোটা নিয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মকর্তারা। এর প্রতিবাদে পাল্টা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। উভয়ের মুখোমুখি অবস্থানে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ তেমন উৎসবমুখর দেখা যায়নি। অনেক পদপ্রার্থী কোটা বিরোধী আন্দোলন করছেন।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, কোটা ফিরে আসার কোন সুযোগ নেই। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত