রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বছর পূর্তি অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে এক অভূতপূর্ণ ঘটনা। আমাদের শিক্ষার্থীরা দেশের আপামর জনসাধারণকে নিয়ে যে ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে তা অকল্পনীয়। এখন প্রয়োজন বিপ্লবের সেই চেতনায় একতাবদ্ধভাবে সমাজকে এগিয়ে নেওয়া। যাতে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। দীর্ঘদিনের অপশাসনের ফলে যে জঞ্জাল জমেছে তা থেকে মুক্ত হওয়া আমাদের এ মুহূর্তের অন্যতম অগ্রাধিকার। এজন্য চ্যালেঞ্জ অনেক। তবে আমরা একতাবদ্ধ থাকি সেটা অসম্ভব নয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন