উত্তম কৃষি চর্চার মাধ্যমে দেশে মানসম্মত ফসলের উৎপাদন বাড়বে এবং তা রপ্তানির সুযোগও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, 'উন্নত কৃষিপদ্ধতি প্রয়োগ করে উৎপাদন বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাবে।'
মঙ্গলবার (১৩ মে) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রকল্পের অতিরিক্ত পরিচালক ড. গৌর গোবিন্দ দাশ এবং পবিপ্রবির রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দীন।
কর্মশালায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএডিসি, বিএসআরআই, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এছাড়া পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি, কলাপাড়া, দশমিনা ও অন্যান্য উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষক, বীজ ডিলার, রপ্তানিকারকসহ প্রায় আড়াই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
‘পার্টনার’ প্রকল্পের লক্ষ্য- টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়ানো, ভ্যালু চেইনে যুক্ত উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কৃষি প্রতিষ্ঠান ও নীতিমালার আধুনিকায়ন এবং উত্তম কৃষি চর্চার প্রসার।
প্রকল্পটি দেশের ৪৯৫ উপজেলায় চালু রয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৯ হাজার ৩৯৫টি কৃষিপ্রযুক্তি প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে এবং মোট ৫০ হাজার ৩৯৫টি প্রদর্শনী স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা