ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গত সপ্তাহে ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের ‘বিনা উসকানিতে হামলার’ বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত ১১ সেনা নিহত ও ৭৮ সেনা আহত হয়েছেন। পাশাপাশি ভারতীয় আগ্রাসনে ১৫ শিশু ও সাত নারীসহ মোট ৪০ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২১ জন আহত হয়েছেন।
গত সপ্তাহে ভারত ও পাকিস্তান টানা চার দিন ধরে সংঘর্ষে লিপ্ত ছিল, যা ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবর্ষণ চালায়।
গত এপ্রিল ২২ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলায় ২৬ জন নিহতকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত