ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদ, আলোচক ছিলেন ৪৯তম বর্ষপূর্তি লং মার্চের আহ্বায়ক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ফারাক্কা বাঁধের জন্য দেশের উত্তরবঙ্গের জীববৈচিত্র্য হুমকির মুখে। এটা আন্তর্জাতিক নদী কিন্তু ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ দিয়েছে। পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে পদ্মাকে মৃত্যু নদীতে পরিণত করেছে। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী সরকার এই নদী রক্ষায় আপসের রাজনীতি করেছে। অবিলম্বে আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন চান তিনি।
মাওলানা ভাসানীর ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলনের ইতিহাস ও তার সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে লং মার্চ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত থাকবেন।
এর আগে, ১৯৭৬ সংগঠিত ও পরিচালিত হয়েছিল ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত একতরফাভাবে গঙ্গার পানি অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরুদ্ধে ফারাক্কা লং মার্চ নিয়ে পদযাত্রা করেন বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী।
বিডি প্রতিদিন/এমআই