মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের রাজপরিবারের পক্ষ থেকে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য একটি বিলাসবহুল জাম্বো বিমান উপহার দেয়ার প্রস্তাব ছিল শুধুমাত্র ‘আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।’
হোয়াইট হাউসে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিমান নির্মাতা বোয়িং পরবর্তী প্রজন্মের এয়ার ফোর্স ওয়ান তৈরি করতে বিলম্বের মুখে পড়েছে। এজন্য কাতারের রাজপরিবার সাহায্য করতে চেয়েছে।
ট্রাম্পের বিমান গ্রহণের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এর সমালোচনা করে বলা হচ্ছে, এটি অনৈতিক এবং অসাংবিধানিক হবে।
সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এক্স পোস্টে লিখেছেন, ‘কাতারের সৌজন্যে প্রদত্ত এয়ার ফোর্স ওয়ান-এর মতো কিছুই ‘আমেরিকা ফার্স্ট’-এর প্রতীক হতে পারে না।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘বিদেশি কোনো সরকার উপহার দিলে তা সর্বদা প্রযোজ্য সব আইনের পূর্ণ আনুগত্য মেনে গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতিবদ্ধ।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ