নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর থানা স্বনির্ভর সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, অ্যাডভোকেট ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে ডলারের স্ত্রী আছমা আক্তার বীথি অভিযোগ করে বলেন, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাকে পুরোনো দুটি মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেফতার দেখিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা