জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি স্ক্রিনিং ও টিকা দেওয়া হবে।
শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে রক্তের নমুনা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণের জন্য নিবন্ধন ৮ মে শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত। স্ক্রিনিং চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত এবং প্রথম ডোজ দেওয়া হবে ১৪ মে থেকে ২২ মে'র মধ্যে। বাকি দুইটি ডোজ প্রথম ডোজের এক মাস পরপর দেওয়া হবে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই সবাই স্বাস্থ্যসচেতন হোক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুক।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস '' থেকে সুরক্ষা দিতে আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করেছি। আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ