ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। দলটির নেতাকর্মীরা প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরিস্কার করেন।
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় জড়ো হয় নেতাকর্মীরা। ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘ ছাত্রদল একটি সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রত্যাশা করে। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।’
বিডি প্রতিদিন/জামশেদ