এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুই ম্যাচে আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। আইসিসির দেওয়া দুটি সাসপেনশন পয়েন্টের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ও ফাইনালে আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেন রউফ। ফলে ম্যাচ ফির ৩০ শতাংশ করে জরিমানা করা হয় তাকে। সেই সঙ্গে দুটি ম্যাচেই তার নামের পাশে দুটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। ফলে ২৪ মাসের মধ্যে রউফের ডিমেরিট পয়েন্ট হয়ে যায় চারটি।
আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে শাস্তি হিসেবে দুটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ, একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হয়। তিন সংস্করণের মধ্যে দলের যে খেলা আগে, সেখানে শাস্তি পাওয়া ক্রিকেটার খেলতে পারেন না।
মঙ্গলবার রউফের শাস্তি পাওয়ার কথা জানায় আইসিসি। এ দিনই ফায়সালাবাদে শুরু হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে খেলছেন না রউফ। নিষেধাজ্ঞা থাকায় দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
গত ২৮ সেপ্টেম্বরের ফাইনালের পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। টুর্নামেন্ট শেষের এক মাসের বেশি সময় পর তাকে শাস্তি দিল আইসিসি।
বিডি প্রতিদিন/কেএ