নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম (৩০), আবুল হাসান দরানী (৩৩) ও মো. নুর নবীকে (৪৫) ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অপরদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অপর একটি অভিযানে ১০৫ হেরোইনসহ মো. নাদিমকে (২২) আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল