কুমিল্লার লাকসামের শতবর্ষী বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিজরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১৩ শতক জায়গা ব্যবহার করে আসছে, যা বিএস ও আরএস রেকর্ড অনুযায়ী বিদ্যালয়ের মালিকানাধীন। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী চক্র ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, ‘প্রায় ৭০ বছর ধরে এই জায়গাটি বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এখানে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে। একটি চক্র ইতিমধ্যে বাজারের অনেক জায়গা দখল করেছে, এখন স্কুলের জায়গায় নজর দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই- বিদ্যালয়ের জমি যেন কোনোভাবেই দখল না হয়।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বলেন, ‘এই বিদ্যালয় আমাদের গর্বের প্রতীক। কোনো চক্রকে স্কুলের সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।’
অভিভাবক ও স্থানীয় জনসাধারণও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, ‘লাকসামের বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার পরিবেশ বিনষ্ট করে কোনোভাবেই দখলদারদের স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না।’
বিডি-প্রতিদিন/জামশেদ