গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও অপরজন আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মো. আলামিন হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে সিগমা রবি (২৪) ও গাজীপুরের গাছা থানার কুনিয়া তারগাছ আব্দুর রহিম মোল্লার ছেলে মো. সাব্বির হোসেন (১৮)।
নিহত মারুফ (২২) গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল (২৪) একই এলাকার আতাউল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামিল সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার গেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখেন। তাদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করলে রবির সঙ্গে জামিলের বাগ-বিতণ্ডা হয়। বিষয়টি শান্ত করতে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে গেলে রবি ও তার সহযোগীরা দুজনের ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় তায়েরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। আহত জামিলকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মারুফ হত্যাকাণ্ডের প্রধান সিগমা রবিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা এবং সাব্বিরকে গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই