বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা এবং দলের দুর্দিনের কাণ্ডারি।
তিনি বলেন, আজ দেশে বিরাজমান ক্রান্তিকালে জাতি বিভ্রান্ত। তরিকুল ইসলাম বেঁচে থাকলে দেশের এই দুর্দিনে তার গঠনমূলক পরামর্শ ও প্রজ্ঞা দিয়ে অস্থিরতা দূর করতে সাহায্য করতেন। মহান এই নেতার অভাব আজ দেশবাসী গভীরভাবে অনুভব করছে।
মঙ্গলবার মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শার বাগআঁচড়া ও বেনাপোল হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মফিকুল হাসান তৃপ্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবু, পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল