ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিলাসপুর-কাটনি বিভাগে লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে বলে জানা যায়। সংঘর্ষটির তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী ট্রেনটির কয়েকটি বগি মালবাহী ট্রেনের ওপর উঠে যায়, যার ফলে যাত্রী এবং আশেপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং এই সংঘর্ষে ওভারহেড বিদ্যুতের তার এবং সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, যাত্রীবাহী ওই ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা মারে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে উদ্ধারকারী দল, আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকরা। অন্যদিকে, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করছেন।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে বিলাসপুর-কাটনি বিভাগে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে অথবা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। আহতদের সহায়তার জন্য মেডিকেল ইউনিট এবং ত্রাণ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিষ্কার করে পুনরায় রেল পরিষেবা শুরু করার জন্য কাজ চলছে।
এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/কেএইচটি