'শুভ কাজে সবার পাশে' প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জয়পুরহাটের আক্কেলপুরে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলার ভানুরকান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, বসুন্ধরা শুভসংঘের সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ, সদস্য সকেল হোসেন, প্রকাশ কুমার মহন্ত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপন করেন।
শিক্ষার্থী মিতু পারভীন বলেন, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আজ আমাদের বিদ্যালয় করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে খুব ভালো লেগেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, আমার বিদ্যালয়ে বৃক্ষরোপনের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ। আশা রাখছি বসুন্ধরা শুভসংঘ তাদের ভালো কাজের মাধ্যমে আরো এগিয়ে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয় এ ধরনের কার্যক্রম পরিচালনার করায় শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবেন। ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘকে।