চন্দনাইশের বাসিন্দা মফিজুর রহমান। মাদ্রাসায় অফিস সহকারীর কাজ করে কোন রকমে দিনানিপাত করেন। সম্প্রতি তার স্ট্রোক হয়। চিকিৎসায় প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় তার। আগের মত এখন আর কাজ করতে পারেন না তিনি কিন্তু সংসারের একমাত্র এই উপার্জনক্ষম মানুষটি কাজ করতে না পারায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে অর্ধাহারে, অনাহারে দিনযাপন করছে অসহায় এই মানুষটি। অর্থাভাবে চিকিৎসাটুকুও করাতে পারছেন না এখন ঠিকভাবে। তিন সন্তানের পড়াশোনাও এখন বন্ধ প্রায়। সম্প্রতি অসহায় মফিজুর রহমানের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখা। বুধবার (২১ মে) বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো: মারুফ, মো: এসপি সাকিব, মো: আরিফ, মো: শওকত উদ্দীন, মো: চৌধুরী সাইফুল, সুজন পাল, মো: ইমন, মো: ফরহাদ রাফি।
বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল বলেন, শুভ কাজে সবার পাশে এ প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শুভসংঘ। চন্দনাইশে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সব সময় শুভ কাজ করে যাবো। অসহায় মানুষের সহায় হয়ে এই সমাজ উন্নয়নে ভূমিকা রাখব আমরা।
খাদ্য সহায়তা পেয়ে মফিজুর রহমান শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অসুস্থতা জনিত কারণে স্ত্রী ও সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। কোন কাজ করতে পারি না। মেয়েগুলোকে তিন বেলা ভালোভাবে খেতে দিতে পারি না। আপনারা আমাদের খোঁজ নিলেন, খাদ্য সহায়তা দিলেন। আল্লাহ আপনাদের ভালো করবেন।
কথাগুলো বলতে বলতেই চোখ দিয়ে পানি পড়তে লাগল অসহায় এই মানুষটির।