সুনামগঞ্জ সদর উপজেলার পাটানবাড়ি গ্রামে প্রান্তিক কৃষকের ধান কাটায় সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৬ মে) সকালে কৃষক আব্দুল আহাদের জমিতে গিয়ে ধান কাটায় অংশ নেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে কৃষকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি আহমেদ নাফিস নোমান। সঙ্গে ছিলেন সহ-সভাপতি দুর্জয় দত্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লাবিব, সাংগঠনিক সম্পাদক অমি দাস গুপ্তসহ অন্যান্য সদস্যরা।
সভাপতি আহমেদ নাফিস নোমান বলেন, 'বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। শ্রমিক সংকট এবং মজুরি বৃদ্ধির কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে কৃষক আব্দুল আহাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মনে করেছি।'
সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লাবিব জানান, 'এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে একটি মানবিক বার্তা দিতে চেয়েছি। আমরা চাই নতুন প্রজন্ম মানবিক মূল্যবোধে গড়ে উঠুক। কৃষি ও কৃষকের টানেই আমরা মাঠে এসেছি।'
কৃষক আব্দুল আহাদ বলেন, 'চলমান তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টির আশঙ্কায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শ্রমিকের মজুরিও বেশি। এমন সময় বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়ানোয় আমি সত্যিই কৃতজ্ঞ।'
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
বিডি প্রতিদিন/মুসা