ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত আমাদের দেশের খুবই পরিচিত একটি দৃশ্য। তবে সম্প্রতি সময়ে দেশে বজ্রপাতে অস্বাভাবিক হারে প্রাণহানির ঘটনা ঘটছে। বজ্রপাতে মানুষের পাশাপাশি গবাদি পশু জীবন হারাচ্ছে অহরহ। দেশে এই বজ্রপাত বেড়ে যাওয়া এবং বজ্রপাতে জীবনহানিসহ নানা ধরনের ক্ষতির জন্য অসচেনতা অনেকাংশে দায়ী। সচেতনতার মাধ্যমে আমরা বজ্রপাতের ক্ষতি অনেকটা এড়িয়ে চলতে পারি। তাই এ লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে বজ্রপাতের দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টিতে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের অলংকারকাঠি আশ্রয়ণের বাসিন্দাদের নিয়ে ওই সচেতনতা সভার আয়োজন করা হয়। ওই আশ্রয়নে থাকা বাসিন্দারা কেউ কেউ পাশ্ববর্তী নার্সারিতে শ্রমিকের কাজ করেন কেউবা নদীতে জেলে আবার কেউ চালাচ্ছেন অটো অথবা রিকশা। এসব কাজ করতে গিয়ে তারা ঝড় বন্যায় জীবনহানিসহ নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই তাদেরকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ওই সচেতনতা সভার আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু।
তিনি আরও বলেন, এখানে যারা বসবাস করেন তারা সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে ঝড় বন্যায় তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এসব ক্ষতি এড়াতে সচেতনতার বিকল্প নাই। আমরা শুভসংঘের পক্ষ থেকে এর পূর্বে উপজেলার বিভিন্ন স্থানে তালের বীজ বপন করেছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।
সভায় বজ্রপাতের সময় দুর্ঘটনা থেকে রক্ষার্থে করণীয় বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোকপাত করে আরও বক্তব্য রাখেন উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, সহ অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমীন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হারিসুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুনিয়া শরীফ মুনা, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান, সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
এসময় আশ্রয়নের বাসিন্দা মো. কবির হোসেন বলেন, ঝড় বন্যায় কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এ বিষয়ে আমাদের কিছুটা ধারণা থাকলেও বজ্রপাতে করণীয় সম্পর্কে আমাদের কোন ধারনা ছিলো না। আজকে শুভসংঘের মাধ্যমে আমরা বজ্রপাতের ক্ষতি এড়ানোর বিভিন্ন করনীয় সম্পর্কে জানতে পারলাম। এগুলো মেনে চললে আমরা বজ্রপাতের দুর্ঘটনা অনেকটা এড়াতে পারবো। এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা আশ্রয়নের বাসিন্দারা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।