ইউনিসেফ স্টাফ অ্যাসোসিয়েশন এর অর্থায়নে ফেনীতে ২০২৪ সালের ভায়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফেনী জেলা উপ-পরিচালক এর মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
আজ রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি ও পরশুরাম উপজেলার ১৫টিসহ সর্বমোট ১০০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
১০০টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে বিশ হাজার টাকা করে মোট বিশ লক্ষ টাকা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম মো. বাতেন ফেনী, ইউনিসেফ চট্টগ্রাম রিজিওনাল হেড মিজ মাধুরী ব্যানার্জি।
বিডি প্রতিদিন/হিমেল